• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শ্রম বিধিমালা সংশোধনের দাবি আইবিসির

আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২০, ১২:৪৪
শ্রম বিধিমালা সংশোধনের দাবি আইবিসির
ফাইল ছবি

চলমান শ্রম বিধিমালা শ্রমিকরা ন্যায় অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে মনে করছে ইন্ডাষ্ট্রিাল বাংলাদেশ কাউন্সিল (আইবিসির)।

শনিবার আইবিসির সাধারণ সম্পাদক কামরুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এসব জানানো হয়।

সংগঠনটি দাবি করছে, চলমান শ্রম বিধিমালা সংশোধন নিয়ে সরকারের তাড়াহুড়ো এবং শ্রমিক পক্ষের দেয়া প্রস্তাব সমূহকে বিবেচনায় নেয়নি। শ্রমিকরা সব সময় মালিকদের কাছ থেকে ন্যায় পাওনা পায় না। আর সেটি শ্রম আইন করে আরও পাকাপোক্ত করা হচ্ছে।

ইন্ডাষ্ট্রিাল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলছেন, শ্রমিকদের কারণে মালিকরা যেকোনো প্রতিষ্ঠানের লাভের মুখ দেখেন। আর সেই শ্রমিকদের ন্যায় পাওনা থেকে বঞ্চিত করতে সরকার তড়িঘড়ি করে শ্রম বিধিমালা করেছে। সরকারের এই শ্রম বিধিমালা সংশোধনের করার জন্য ১৯ অক্টোবর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ইন্ডাষ্ট্রিাল বাংলাদেশ কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে সরকার শ্রম বিধিমালা করতে ২০১৮ সালেই এর সংশোধন কাজ শুরু করেছে। এ লক্ষে একটি গঠিত ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়। কিন্তু শ্রমিক পক্ষের প্রস্তাব সমূহকে সরকার গুরুত্ব না দিয়ে তাড়াহুড়ো করে শ্রমি বিধিমালার কাজ শেষ করার চেষ্টা এবং সু-কৌশলে শ্রম বিধি সংশোধনের সময় আইবিসির প্রতিনিধি বাইরে রাখা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh