• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২০, ২৩:০৬
US Deputy Secretary of State Steven E. Science and Prime Minister Sheikh Hasina
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অবিলম্বে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে এ প্রক্রিয়ায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায়ের উচিত মিয়ানমারে তাদের প্রত্যাবাসনে সহায়তা করা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকে শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব জানান, দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র। এ ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়েও বৈঠকে আলোচনা করেন বলে সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
নাইক্ষ্যংছড়ি দিয়ে রাতে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
ফের মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে বিজিপির ৯ সদস্য
X
Fresh