• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যু: আসামি ধরতে সীমান্তে সতর্কতা

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২০, ১৩:৪৩
সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যু: আসামি ধরতে সীমান্তে সতর্কতা
আসামি ধরতে সীমান্তে সতর্কতা

সিলেটে পুলিশের হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হ‌বে না ব‌লে জানি‌য়ে‌ছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

মামলায় অভিযুক্তরা যা‌তে দেশ ছেড়ে পালা‌তে না পা‌রে সে জন্য প্রতি‌টি ইমি‌গ্রেশ‌নে নির্দেশনা দেয়া হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।

আজ (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানম‌ণ্ডি‌তে পি‌বিআই'র প্রধান কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌ন তি‌নি এসব কথা ব‌লেন।
বনজ কুমার মজুমদার বলেন, আসামিদের গ্রেপ্তারে পিবিআই অভিযান অব‌্যাহত রেখেছে। পাশাপাশি রায়হা‌নের মরদেহ পুনরায় তদন্তের জন্য তোলা হ‌য়ে‌ছে।

তিনি বলেন, সিলেটের ঘটনাস্থলে পিবিআই টিম তিন থেকে চার ঘণ্টা ছিল গতকাল। আমরা তদন্ত শুরু করে দিয়েছি, তদন্তের প্রাথমিক পর্যায়ে মনে হয়েছে, সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক আকবরকে আমাদের প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের আইজিপি স্যার সব সময় বলেন, করোনার মধ্যে পুলিশ যে যে সুনাম অর্জন করেছে, এ সুনাম নষ্ট করা যাবে না। আকবর যেহেতু এই অপকর্ম করে বাহিনীর সুনাম নষ্ট করেছে এবং আমাদের কথা চিন্তা করেনি। সুতরাং তার বিষয়ে আমাদেরও কোনও চিন্তা করার সুযোগ নেই।

কেএফ/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোট ক্লাবে পরীমণির কাণ্ড: যেমন ছিল সেই রাত
ফেঁসে যাচ্ছেন পরীমণি, হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
ব্যাংকে চুরি করতে নৈশপ্রহরীকে হত্যা করে প্রেমিক-প্রেমিকা
আগুন লাগা ভবনে ছিল না অগ্নিনিরাপত্তা ব্যবস্থা : পিবিআই
X
Fresh