• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যু: আসামি ধরতে সীমান্তে সতর্কতা

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২০, ১৩:৪৩
সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যু: আসামি ধরতে সীমান্তে সতর্কতা
আসামি ধরতে সীমান্তে সতর্কতা

সিলেটে পুলিশের হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হ‌বে না ব‌লে জানি‌য়ে‌ছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

মামলায় অভিযুক্তরা যা‌তে দেশ ছেড়ে পালা‌তে না পা‌রে সে জন্য প্রতি‌টি ইমি‌গ্রেশ‌নে নির্দেশনা দেয়া হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।

আজ (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানম‌ণ্ডি‌তে পি‌বিআই'র প্রধান কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌ন তি‌নি এসব কথা ব‌লেন।
বনজ কুমার মজুমদার বলেন, আসামিদের গ্রেপ্তারে পিবিআই অভিযান অব‌্যাহত রেখেছে। পাশাপাশি রায়হা‌নের মরদেহ পুনরায় তদন্তের জন্য তোলা হ‌য়ে‌ছে।

তিনি বলেন, সিলেটের ঘটনাস্থলে পিবিআই টিম তিন থেকে চার ঘণ্টা ছিল গতকাল। আমরা তদন্ত শুরু করে দিয়েছি, তদন্তের প্রাথমিক পর্যায়ে মনে হয়েছে, সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক আকবরকে আমাদের প্রয়োজন।