• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

অভিযানের কথা শুনে দোকান রেখে পালালেন আলু বিক্রেতারা

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ১৪:৪৯
bangladesh potato price
সাম্প্রাতিক ছবি

রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করছেন সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক ও মাগফুর রহমান।

তারা জানান, কারওয়ান বাজারে পাইকারি প্রতিকেজি আলু ৪২ টাকায় বিক্রি হচ্ছে। তবে অভিযানকালে অনেক পাইকারি আলু বিক্রেতাকে পাওয়া যায়নি। তাদের মূল্য তালিকায় ৪২ টাকা লেখা আছে। সম্ভবত অভিযানের খবর শুনে দোকান রেখে পালিয়ে গেছেন তারা। অভিযানকালে বেশি দামে আলু পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বর্তমানে বাজারে বিক্রমপুর আলু খুচরায় প্রতিকেজি ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। আর রংপুর ও রাজশাহীর আলুর কেজি ৫৮ থেকে ৬০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আলুর দাম বাড়ার পেছনে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি রয়েছে।

দেশে এবার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে। সারাবছর দেশে প্রায় ১ কোটি লাখ টন আলুর চাহিদা রয়েছে। বিপরীতে উৎপাদন হয়েছে ১ কোটি ২০ লাখ টন। অর্থাৎ, চাহিদার তুলনায় দেশে বেশি আলু উৎপাদন ও মজুত রয়েছে।

তবে এবার করোনাকালে ত্রাণ হিসেবে চালের সঙ্গে আলু বিতরণ করা হয়। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পেও ত্রাণ হিসেবে যাচ্ছে আলু। এ বছর করোনার কারণে আলু রপ্তানি করা যায়নি। দেশেই ব্যবহার বেড়েছে। তবে সঙ্কটের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি, তবু কমছে না দাম 
হিলিতে আলু আমদানি স্বাভাবিক, খুচরা বাজারে বেড়েছে দাম
হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৪০৫ টন আলু আমদানি
X
Fresh