• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাগর-রুনি হত্যা: ৭৫ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিল 

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ১১:১৮
সাগর-রুনি হত্যা: ৭৫ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিল 
ফাইল ছবি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এনিয়ে ৭৫ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের সময়।

আজ বুধবার (১৪ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল কিন্তু, মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরি নতুন দিন ধার্য করেন।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি হত্যা করা হয়। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

প্রথমে এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। দিন চারেক পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। এরপর হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার পায় র‌্যাব।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০৭ বার পেছাল মামলার প্রতিবেদন
সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে রাফির ‘অমীমাংসিত’ মুক্তি অনিশ্চিত
১০৬ বার পেছাল মামলার প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’!
X
Fresh