• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাকের চাপায় প্রাণ গেল র‌্যাব সদস্যের

রংপুর প্রতিনিধি

  ১২ অক্টোবর ২০২০, ১৩:০০
র‌্যাব
নিহত রাজু র‌্যাব-১৩ তে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের চাপায় এসএম রাজুর নামের এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। রোববার রাত এগারোটার দিকে গড়েরমাথা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি র‌্যাব-১৩ তে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব সূত্র বলছে, নিহত রাজু পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে করে মিঠাপুকুর থেকে রংপুরে ফিরছিলেন। গড়েরমাথা নামক স্থান অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় লোকজন নিহত রাজুকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: জামিনে মুক্ত নৈশপ্রহরী পলাশ
নারায়ণগঞ্জে সাংবাদিক হত্যায় গ্রেপ্তার ৩

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, নিহতের কাছে র‌্যাব-১৩ এর একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে তার নাম এস এম রাজু পদবী এসআই লেখা আছে। পরে খবর পেয়ে গভীর রাতে র‌্যাব-১৩ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা মিঠাপুকুর হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এম রাজুর বাড়ি কুষ্টিয়ায় বলে জানা গেছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‌্যাবের কন্ট্রোল রুম
জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
সেই ইজিবাইকচালকের পাশে দাঁড়াল র‌্যাব
X
Fresh