• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১৭:২১
The rule of law
আইন বিচার

রাজধানীর আদাবরে এক পোশাক শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সজীব ঢালী এবং আবু হাসান ওরফে সাঈদ।

এছাড়াও আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পর আদালত থেকে সাজা পরোয়ানা দিয়ে তাদের ফের কারাগারে পাঠানো হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী মোহসিন রেজা বলেন, কোনো সাক্ষী আসামিদের নাম বলেনি। শুধুমাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাদের সাজা দেয়া হয়েছে। এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে যাবো।

রাষ্ট্র পক্ষের আইনজীবী আলী আসগর স্বপন বলেন, বিচারক দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছেন। চারজনেরই যাবজ্জীবন হলে আমরা খুশি হতাম।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জানুয়ারি পোশাক কর্মী এক তরুণী রাত সাড়ে ৮টার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে থেকে ভিকটিমকে জোর করে পাশের এক ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করে। ঘটনায় পরদিন ভিকটিমের মা আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
তরুণীকে শিকলে বেঁধে ২৫ দিন সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
রাজধানীতে ফ্ল্যাটে ২৫ দিন শেকলে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ
X
Fresh