• ঢাকা শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় করোনায় মৃত বেড়েছে, কমেছে শনাক্ত 

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১৫:২৮
Corona Virus test
করোনাভাইরাস পরীক্ষা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জন মারা গেছেন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৯৩ জন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী পাঁচজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৫২৪ জনে।

দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৭৮ হাজার ২৬৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭০ হাজার ৯৯৫টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৯২ হাজার ৮৬০ জনে।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৫৬ জন (৭৭ দশমিক ০৫ শতাংশ) ও নারী এক হাজার ২৬৮ জন (২২ দশমিক ৯৫ শতাংশ)।

গতকাল (১০ অক্টোবর) শনাক্ত হয়েছিল ১ হাজার ২০৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ২৩ জন মারা যান।

আরও পড়ুনঃ

পুলিশের গাড়ি পোড়ানো মামলায় জামায়াতের ২১ কর্মীকে ২ বছরের সাজা

চার শিশুকে কারাগারে পাঠানোয় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রুল

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো শিক্ষার্থী
গাছটি হতে পারে মৃত্যুর কারণ, জন্মাচ্ছে বাড়ির আশেপাশেই
এভারেস্ট শৃঙ্গে পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ শেরপা
মা কাজে ব্যস্ত, পুকুরে ডুবে শিশুর মৃত্যু
X
Fresh