• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী ইউনুছ আলী, সোমবার রায়

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১২:২৬
lawyer Advocate Younus Ali Akand
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ

দেশের বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট দেয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

রোববার (১১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য সোমবার (১২ অক্টোবর) দিন ধার্য করেন।

আদালতে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

গত ২৭ সেপ্টেম্বর বিষয়টি আদালতের নজরে আনার পর রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাকে তলব করেন।

একইসঙ্গে আইনজীবী ইউনুছ আলীকে দুই সপ্তাহের জন্য আইনপেশা থেকে বরখাস্ত করা হয়। এছাড়া তার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক এবং আপত্তির স্ট্যাটাস অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছিল।

আরও পড়ুনঃ

৪ দিনের রিমান্ডে সাহেদ

নারী নির্যাতনসহ যে কোনো অপরাধে কঠোর অবস্থানে সরকার: কাদের

স্ত্রী ও দুই মেয়ের হাতে প্রাণ গেল বৃদ্ধের

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের 
নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী, উঠলো নিষেধাজ্ঞা
X
Fresh