• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘বসবাসের জন্য আমেরিকার চেয়ে ভালো বাংলাদেশ’

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ মার্চ ২০১৭, ২০:৩৯

বসবাসের জন্য আমেরিকার চেয়ে বাংলাদেশ ভালো। মন্তব্য করলেন নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন।

গেলো সোমবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিকসের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বলেন, আমেরিকার প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসাসেবা ও শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাংলাদেশের চেয়েও খারাপ। আমেরিকার পূর্বাঞ্চলের অ্যাপালেশিয়ার মানুষের গড় আয়ুর চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু অনেক বেশি।

তিনি বলেন, আমেরিকার ৩০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। দরিদ্রদের কল্যাণে সাময়িক সহযোগিতার মতো বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি থাকলেও আমেরিকার খুব কম মানুষই এ থেকে সুবিধা পান।

তিনি আরো বলেন, সার্বিকভাবে প্রতিটি দেশে বৈষম্য কমলেও একটি দেশ থেকে আরেকটি দেশের মধ্যে তা বেড়েই চলেছে। সারা বিশ্বের অবস্থা ভালো কিন্তু সব জায়গার বা সব মানুষের অবস্থা নয়।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh