• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্কুল-কলেজে ছুটি হতে পারে দুদিন

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২০, ০৮:২৭
Ministry of Primary and Mass Education and Education
প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন অর্থাৎ শুক্র ও শনিবার করা হতে পারে। তবে বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ ধরনের একটি প্রস্তাবনা রয়েছে। তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা দাবি করেন, বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে। খসড়া রূপরেখা তৈরি করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে এটা ২০২২ সাল থেকে কার্যকর হতে পারে।

তিনি আরও জানান, বিষয়টি ওয়েব সাইটে মতামতের জন্য দেয়া হবে। পরে এটি আলোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন :

এসজে/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
X
Fresh