• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অফিস আদালতের কাজ বন্ধ হয়ে যায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মার্চ ২০১৭, ০৯:৪৯

একাত্তরের ১০ মার্চ। বাঙালির অসহযোগ আন্দোলন আরো গতি পায়। মিছিল-সমাবেশে উত্তাল সারাদেশ। এদিন নারায়ণগঞ্জে কারাগার ভেঙ্গে পালিয়ে যায় ৪০ জন কয়েদি। এ সময় কারা রক্ষীদের গুলিতে মারা যান একজন। অন্যদিকে রাজশাহী শহরে জারি করা রাত্রিকালীন কারফিউ তুলে নিতে বাধ্য হয় পাকিস্তানী সামরিক জান্তা। এদিন নিউইয়র্ক প্রবাসী বাঙালি ছাত্ররা জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করেন।

অফিস আদালতের কাজ বন্ধ হয়ে যায়। শুধু লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

লেখক ও শিল্পীরা ঢাকায় মিছিল বের করেন। কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজন করা হয় গণ সঙ্গীতের।

জাতিসংঘ মহাসচিব উ থান্ট ঢাকায় কর্মরত জাতিসংঘের কর্মকর্তা ও কর্মচারিদের সরিয়ে নেয়া পরামর্শ দেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh