• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডিজিটাল ফরমেটে আবহাওয়ার সব খবর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০১৭, ১৭:১১

দিনের আবহাওয়া কেমন থাকবে জানতে কল করুন ১০৯০ নম্বরে। এরপর দিনের কর্মসূচি ঠিক করুন। বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন বলেন, আবহাওয়া সম্পর্কে জেনে দিনের কর্মসূচি ঠিক করলে কখনো কাজ মিস হবে না। সফল ভাবে সবকাজ শেষ করা যাবে। বাংলাদেশ যেহেতু দুর্যোগপূর্ণ দেশ। তাই এ বিষয়ে সবার ধারণা থাকা উচিত।

তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে। জনগণকে আতঙ্কিত না হয়ে এর প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

তাৎক্ষণিক দুর্যোগ মোকাবিলায় ‘এ’ গ্রেডের জেলায় ২ লাখ টন খাদ্য শস্য এবং ২ লাখ টাকা। ‘বি’ গ্রেডের জেলায় দেড় লাখ টন খাদ্য শস্য ও দেড় লাখ টাকা এবং ‘সি’ গ্রেড জেলায় এক লাখ টন খাদ্য শস্য ও এক লাখ টাকা সরকারের বরাদ্দ রাখা আছে। যা জেলা প্রশাসকরা নিজেরাই ব্যবহার করতে পারবেন।

মন্ত্রী আরো বলেন, ১০ মার্চ শুক্রবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘দুর্যোগে প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’। শুক্রবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এ দিবসের উদ্বোধন করা হবে।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh