• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনাকালে চীনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর সন্তোষ

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২০, ১৫:৩০
Prime Minister Sheikh Hasina, Xi Jinping
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শি জিনপিং

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে চীনের অব্যাহত সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।

আজ রোববার (৪ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় চীনা প্রেসিডেন্ট ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

শি জিনপিংকে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের জনগণ হাজার বছর আগে যোগাযোগ স্থাপন করেছিলেন। যার মধ্য দিয়ে দু’টি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের প্রবাহকে সহায়তা করেছিল।

প্রধানমন্ত্রী ১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘নয়া চীন যেমন দেখেছি’ বই দু’টির কথা স্মরণ করেন। বইয়ে বাংলাদেশের জনগণের প্রতি চীনবাসীর আবেগ, প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে করোনা মহামারি চলাকালে বাংলাদেশকে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। আগামী দিনগুলোতে বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

৪ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনকে আলাদা বার্তা দিয়েছেন।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে : শি জিনপিং
পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে : প্রধানমন্ত্রী
বেঁধে দেওয়া দামে অসন্তোষ, ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংস বিক্রি বন্ধ
X
Fresh