• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সোনারগাঁও হোটেলের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২০, ১৪:৩৩
কারওয়ান বাজার সোনারগাঁওয়ের সামনের সড়ক অবরোধ
কারওয়ান বাজার সোনারগাঁওয়ের সামনের সড়ক অবরোধ

রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন হোটেল সোনারগাঁওয়ের পশ্চিম পাশের কাজী নজরুল ইসলাম এভিনিউ অবরোধ করে রেখেছে সৌদি প্রবাসীরা। রোববার সকাল থেকে কয়েকশ সৌদি প্রবাসী টোকেন নিতে হোটেল সোনারগাঁওয়ের সামনে অবস্থান নেন। কিন্তু টোকেন না পেয়ে তারা সড়কে অবস্থান নেয়। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

জানা গেছে, হোটেলেরই এক পাশে অবস্থিত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়। সেখানে ৪৫০ জনকে টোকেনের জন্য ডাকা হয়েছিল।

এদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, রোববার ই১ থেকে ১০০ এবং ইয়েলো কালার ১ থেকে ই ৩৫০ পর্যন্তকে টোকেনের জন্য ডাকা হয়েছিল।

অথচ হোটেলের চারপাশে হাজারো মানুষ জড়ো হয়ে আছেন।

এদিকে দুপুর সোয়া ১২টা দিকে জাহাঙ্গীর টাওয়ারে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়ার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এর ফলে সার্ক ফোয়ারা চৌরাস্তা থেকে চারদিকে সকল যানবাহন বন্ধ রয়েছে।এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন:
সোনারগাঁওয়ের গেট ভেঙে ভেতরে প্রবাসীদের বিক্ষোভ (ভিডিও)

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
ঈদের পর কারওয়ান বাজার স্থানান্তর কাজ শুরু হবে
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
X
Fresh