• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত কমেছে

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ১৫:২৩
Coronavirus test
করোনাভাইরাস পরীক্ষা

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩২৫ জনে। নতুন করে ৯ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ১৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়া এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন, নতুন ১ হাজার ৪৪২ জন সুস্থ হয়েছেন, মোট সুস্থ ২ লাখ ৮০ হাজার ৬৯ জন।

২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে হাসপাতালে ১৭ জন ও বা‌ড়ি‌তে তিনজনের মৃত্যু হয়।

এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১২১ (৭৭ দশমিক ৩৯ শতাংশ) ও নারী এক হাজার ২০৪ জন (২২ দশমিক ৬১ শতাংশ)।

গতকাল শুক্রবার ৩৩ জনের মৃত্যুর খবর জানা যায়, এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৯৬ জন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
X
Fresh