• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা ছাড়ছেন রীভা, আসছেন নতুন হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ১৩:৫২
Riva leaving Dhaka, new Indian High Commissioner coming
রীভা গাঙ্গুলি দাশ।

বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ আজ বৃহস্পতিবার দেশে ফিরে যাচ্ছেন। তিনি প্রায় দেড় বছর বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন ভারত ফিরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন রীভা গাঙ্গুলি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রীভা গাঙ্গুলি দাশের আরও আগেই নয়াদিল্লিতে ফেরার কথা ছিল। তবে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক সভার (জেসিসি) কারণে তা পিছিয়ে যায়। এখন জেসিসি বৈঠক শেষ করার পরই ভারতে ফিরে যাচ্ছেন রীভা গাঙ্গুলি দাশ।

এদিকে বাংলাদেশের ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও গত মঙ্গলবার নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে জেসিসি বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের হয়ে অংশ নেন। আগামী শনিবার নয়াদিল্লি থেকে তিনি বাংলাদেশে রওনা হবেন বলে জানা গেছে।

পরে ত্রিপুরা হয়ে সোমবার বাংলাদেশে আসবেন বিক্রম। আগামী সপ্তাহে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করার কথা রয়েছে।

উল্লেখ্য, বিক্রম ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার। তিনি ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। বিক্রম দোরাইস্বামী বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন

এ/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh