• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতাল ছাড়লেন ইউএনও ওয়াহিদা (ভিডিও)

আরটিভি নিউজ রিপোর্ট

  ০১ অক্টোবর ২০২০, ১২:৪৫

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে প্রায় এক মাস ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তবে থেরাপির জন্য তাকে মিরপুরের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) হাসপাতালে পাঠানো হয়েছে। ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ ডা. জাহিদ হোসেন আজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ

জাহাঙ্গীরের অবৈধ কর্মকাণ্ড (ভিডিও)

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা

ইউএনও ওয়াহিদা খানমের গাড়িচালক আটক (ভিডিও)

এর আগে ডা. জাহিদ আরটিভি নিউজকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার ইউএনও ওয়াহিদাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তিনি বলেন, ওয়াহিদা খানম এখন নিজে হাঁটাচলা, খাওয়া ও পড়ালেখা করতে পারেন। তিনি প্রায় স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে তার কিছু থেরাপির দরকার আছে। সেজন্য আমরা চাই, তিনি সিআরপিতে আরও কিছুদিন চিকিৎসা নিন।

গেল ২ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh