• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সুস্থ হয়ে আজ হাসপাতাল ছাড়ছেন ইউএনও ওয়াহিদা

আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ১১:৩৭
Upazila Executive Officer (UNO) Wahida Khanam
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। এখন অনেকটাই সুস্থ তিনি। আজ তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালেই ওয়াহিদা খানমকে ছাড়পত্র দেয়া হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, ওয়াহিদা খানম এখন নিজে হাঁটাচলা, খাওয়া ও পড়ালেখা করতে পারেন। তিনি প্রায় স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে তার কিছু থেরাপির দরকার আছে। সেজন্য তবে আমরা চাই, তিনি সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) আরও কিছুদিন চিকিৎসা নিন। আগামীকাল আমরা তাকে পরবর্তী সময়ে সিআরপিতে থেরাপির জন্য পরামর্শ দেব।

গেলো ২ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

আরও পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩
আলীকদমে গভীর রাতে তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলা, থমথমে পরিস্থিতি
পাকিস্তানে নতুন করে বেড়েছে সন্ত্রাসী হামলা
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
X
Fresh