• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেই রোহিঙ্গা সমস্যার সমাধান

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৯
robert chatterton dickson, rohingya annan commission
ছবি- সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সুপারিশ বাস্তবায়নেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে। এছাড়া করোনা প্রতিরোধে যুক্তরাজ্যের ভ্যাকসিন সবাই সমানভাবে পাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টকে’ তিনি এ বলেন।

অনলাইনে আয়োজিত ডিকাব টকে ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটের সমাধান চায়। নিরাপদ ও স্বেচ্ছায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই আমরা। তবে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে।

রবার্ট চ্যাটার্টন ডিকসন এক প্রশ্নের উত্তরে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্য ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। এ ভ্যাকসিন তৈরি হলে, সবাই সমানভাবে পাবে।

বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। বাংলাদেশ ব্যবসার জন্য খুব ভালো ক্ষেত্র বলেও জানান তিনি।

ডিকাব টকে ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।

রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বেই গঠিত হয়েছিল ‘অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট’। এ কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। পরে সারা বিশ্বে এটি আনান কমিশন নামে পরিচিতি লাভ করে।

মিয়ানমারের নেত্রী অং সান সুচির উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে ২০১৬ সালের সেপ্টেম্বরে কফি আনানের নেতৃত্বে মিয়ানমারের ছয়জন এবং নেদারল্যান্ডস ও লেবাননের দু’জন নাগরিককে নিয়ে নয় সদস্যের কমিশন গঠিত হয়। এ কমিশন এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে ২০১৭ সালের ২৪ আগস্ট প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ৮৮টি সুপারিশ করা হয়েছিলো। তবে কমিশনের সেই সুপারিশ আজও বাস্তবায়ন করেনি মিয়ানমার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
X
Fresh