• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডিবি পুলিশ সেজে ছিনতাই করত বারেক বাহিনী

আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৬
Image of the press conference
সংবাদ সম্মেলনের চিত্র

ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা, মূল্যবান স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতো একটি চক্র। মূলত রাজধানী ও আশেপাশের এলাকায় বিভিন্ন ব্যাংক কিংবা অন্য প্রতিষ্ঠানে টাকা বহনকারী ব্যক্তিরা ছিল এই চক্রের টার্গেটে। অবশেষে তাদের গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি চক্রকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারি বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বারেক (৩৭), মো. আবুল কাশেম ওরফে জীবন ব্যাপারী (৫৬) ও মো. স্বপন আকন্দ (৪০)।

এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড পিস্তলের কার্তুজ, একটি ডিবি লেখা জ্যাকেট ও একটি ওয়্যারলেস জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, বারেকবাহিনী ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রাইভেটকারে টাকা বহনকারী ব্যক্তিকে টার্গেট করে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা মাদক মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে তাদের গাড়িয়ে উঠিয়ে টাকা-পয়সা ও মূল্যবান স্বর্ণকার ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে ফেলে পালিয়ে যেত। ডিএমপির তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী বারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা আছে। আবুল কাশেমের বিরুদ্ধে রয়েছে সাতটি ও স্বপন আকন্দের বিরুদ্ধে রয়েছে নয়টি মামলা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো দেশ
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
X
Fresh