• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিদেশিদের জাল পাসপোর্ট ও ভিসা তৈরি চক্রের হোতা মাসুম আটক

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৭
Masum, the ringleader of fake passports and visas for foreigners, was arrested
মাসুম আহমেদ

বিদেশিদের জাল পাসপোর্ট ও ভিসা তৈরি এবং মানবপাচার চক্রের এক হোতাকে এনএসআই ও র‌্যাব-১৪ আটক করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেটের কানাইঘাট থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মাসুম আহমেদ। তার বাড়ি সিলেটে।

এনএসআই ও র‌্যাব কর্মকর্তারা জানান, আটক হওয়া মাসুম দীর্ঘদিন ধরে স্পেন, তুরস্ক, ক্যামেরুনসহ ইউরোপের অনেক দেশের জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে প্রতারণা করে আসছিলেন। স্পেনের একটি পাসপোর্ট তৈরিতে তিনি নিতেন দুই হাজার ইউরো।

মাসুম বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি নাগরিকদের বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে দিতেন। মানি লন্ডারিং ও হুন্ডি ব্যবসার সঙ্গেও তিনি জড়িত।

জানা যায়, জার্মানি ও বুলগেরিয়া থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে গত মাসে ১ মিলিয়ন ইউরো গ্রহণ করেন মাসুম। জার্মানি, নিউজিল্যান্ড, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইটালি, গ্রিস, মালয়েশিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিলেন মাসুম। নেপাল, দিল্লি, সৌদি আরব, ভিয়েতনাম ও কম্বোডিয়ার রুট ব্যবহার করে ওইসব দেশে মানব পাচার করত চক্রটি।

এনএসআই ও র‌্যাব মাসুমের সহযোগীদের আটক করার জন্য দেশব্যাপী তৎপরতা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
ওমরাহকারীদের ফেরার তারিখ নির্ধারণ করে দিলো সৌদি
X
Fresh