• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এ বছর প্রতি মাসে ধর্ষণের শিকার ১১১ নারী: আসক

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫
politics, student politics,
ধর্ষণের শিকার

এ বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রতিমাসে গড়ে ১১১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। সেই হিসেবে গত ৮ মাসে মোট ৮৮৯ জন নারী ধর্ষণের শিকার হন। এর মধ্যে ধর্ষণের শিকার হন ৬৯২ জন, গণধর্ষণের শিকার হন ১৯২ জন এবং অজানাভাবে ধর্ষণের শিকার হন ৫ জন নারী। তথ্য রয়েছে, ধর্ষণের পর ২১ জন নারীকে এবং গণধর্ষণের পর ১৭ জন নারীকে হত্যা করা হয়। এছাড়াও অজানাভাবে ধর্ষণের শিকার ৩ জনকে হত্যা করা হয়। এসব মিলিয়ে মোট ৪১ জনকে হত্যার ঘটনা ঘটেছে। তবে ধর্ষণের শিকার হয়ে ৯ জন আত্মহত্যা করেন। সম্প্রতি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির পরিসংখ্যান থেকে আরও জানা যায়, দেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। ২০১৯ সালে ১৪১৩ জন নারী, ২০১৮ সালে ৭৩২ জন নারী, ২০১৭ সালে ৮১৮ নারী এবং ২০১৬ সালে ৭২৪ জন নারী ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা পার পেয়ে যাওয়া এবং অধিকাংশ ঘটনার বিচার না হওয়া ধর্ষণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি মূল্যবোধ, বিচারকার্যে রাজনৈতিক প্রভাব, নৈতিকতা ও সামাজিক অবক্ষয়ও এর জন্য দায়ী। এছাড়া যৌন বিষয়ক শিক্ষা ও পারিবারিক শিক্ষার অভাব, আকাশ-সংস্কৃতির সর্বগ্রাসী বিস্তার এ ধরনের অপরাধের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। রয়েছে প্রযুক্তির অপব্যবহারও।

আসকের আইনি সহায়তাকারী অ্যাডভোকেট মাকসুদা আক্তার লাইলী জানান, ধর্ষণের ক্ষেত্রে বিচার হয় না। আর বিচার না হলে এমন ঘটনা বাড়বেই। আইনে আছে ১৮০ দিনের মধ্যে বিচার হতে হবে। কিন্তু বাস্তবে বিচার হতে ৮ থেকে ১০ বছর লেগে যায়।

আরও পড়ুন

কেএফ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh