• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:২৮
Holidays in educational institutions may increase further
আরও বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

করোনাভাইরাসের প্রকোপ না কমায় দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় ছুটি আরও বৃদ্ধি পেতে পারে। তবে, ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। খবর ইউএনবির।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল হোসেন বলেন, ছুটি বৃদ্ধির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কারিগরি কমিটির পরামর্শ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত মার্চের শেষ দিকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বর্তমানে অফিস-আদালতের কার্যক্রম ধীরে ধীরে চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও খুলে দেয়া হয়নি। পূর্বের ঘোষণা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে।

আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে
চলমান তাপদাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ
X
Fresh