• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আপিলেও ডেসটিনি এমডির জামিন আবেদন খারিজ

আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬
Destiny MD,
রফিকুল আমীন।

হাইকোর্টের পর আপিল বিভাগও মানি লন্ডারিংয়ের ২ মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রফিকুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, গত ২০ আগস্ট দুই মামলায় জামিন আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করলে আজ রোববার তা খারিজ করে দেন আপিল বিভাগ।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে ২ টি মামলা হয়। এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ করে দুদক।

আরও পড়ুন

কেএফ/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেসটিনির রফিকুল আমিনের জামিন
৫০ ইউরোপীয় চিকিৎসককে জরিমানায় ক্ষুব্ধ মোমেন
ব্যাংকের এমডি ও সিইও হতে নতুন শর্ত, কমছে সুবিধা
বাংলাদেশের উন্নয়নের গল্প অনেক দেশের জন্য অনুপ্রেরণা : বিশ্বব্যাংকের এমডি
X
Fresh