• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৎ ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:২০
South
সৎ ছেলে ইয়াছিনের (১৫) ছুরিকাঘাতে বাবা মোহর আলীর মৃত্যু হয়েছে

রাজধানীর দক্ষিনখান চড়ইয়েরটেক এলাকায় সৎ ছেলে ইয়াছিনের (১৫) ছুরিকাঘাতে বাবা মোহর আলীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে ইয়াছিন পলাতক রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় মোহর আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ ব্যাপারে মৃতের ছোট ভাই মোহাম্মদ হৃদয় জানান, কয়েক বছর আগে আসমা বেগম নামে এক নারীকে বিয়ে করে মোহর আলী। ইয়াছিন আসমার আগের ঘরের সন্তান।

হৃদয় আরও জানান, ইয়াছিন কিছুদিন যাবৎ মোবাইল কেনার বায়না ধরে। কিন্তু, টাকা দিতে অস্বীকার করেন আসমা ও মোহর আলী। শুক্রবারেও সে মোবাইল কেনার জন্য টাকা দাবি করছিল। এ বিষয় নিয়ে মোহর আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াছিন ছুরি দিয়ে মোহর আলীকে আঘাত করে ঘর থেকে পালিয়ে যায়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh