• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ব্লগার বাবু হত্যা: ২৭ সেপ্টেম্বর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭
Blogger Babu Murder: Presentation of Defendant's, rtv news
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় আসামিপেক্ষর যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। এদিন আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন। তাদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আদালত নতুন এ দিন ধার্য করেন। মামলার ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার আশিকুর রহমান বাবু। এরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদরাসাছাত্রকে আটক করে। পরে তারা বাবুকে হত্যার কথা স্বীকার করেছে।

আটকের সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

বাবু হত্যার ঘটনায় তার ভগ্নিপতি মনির হোসেন জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ওই রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন। পরে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসামি ধরতে গিয়ে ১০ পুলিশ সদস্য আহত
ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তার ওপর হামলা, আসামি ছিনতাই
রাজধানীতে বাসার ছাদে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক
X
Fresh