• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নুরসহ সাতজনকে ছেড়ে দেয়া হয়েছে (ভিডিও)

আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৫

ধর্ষণ মামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় বিক্ষোভ করার সময় পুলিশের দায়িত্বে বাধা ও হামলার অভিযোগে আটক করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৭ জনকে। তবে গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যে নুরুল হক নুরসহ ৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

বিষয়টি আরটিভি নিউজকে জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, জিজ্ঞেসাবাদ শেষে নুরসহ আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই নুরদের আটক করা হয়। প্রেসক্লাব থেকে যাবার পথে ভিপি নুরসহ তার সমর্থকেরা মৎস্য ভবনের পাশে বিশৃঙ্খলা করে। যানবাহনের ওপর তারা হামলা করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ও যানবাহন হেফাজতে নিতে পুলিশ চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা করে। এজন্য নুরসহ ৭ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাকে বিনোদন দেওয়াই সংসদ সদস্যদের কাজ : নুর
তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না : নুর
ক্ষমা চাইলেন নুর
ভিপি নুরের আদালত অবমাননা নিয়ে শুনানি আজ
X
Fresh