smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

ভিপি নুর আটক

  আরটিভি নিউজ

|  ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৩ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:১৮
ভিপি নুর গ্রেপ্তার
ভিপি নুর । ফাইল ছবি
পুলিশের দায়িত্বে বাধা ও হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মৎস ভবনের সামনে  বিক্ষোভ থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান আরটিভি নিউজকে বলেন,  নুরসহ ৭ জনকে আটক করা হয়েছে। তারা পুলিশের ওপর জঙ্গি স্টাইলে হামলা চালায়।  এতে ৪ জন পুলিশ সদস্য আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আটককৃতদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এর আগে নুরসহ ৬ জনের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভে নামে ছাত্র অধিকার আন্দোলনের নেতাকর্মীরা।

সে সময় বিক্ষোভ সমাবেশে ভিপি নূর বলেন, যারা ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ন্যায় সঙ্গত অধিকার আদায়ের আন্দোলনে আমাদের কর্মীরা লড়েছে। কখনও পিছু হটেনি। ছাত্র অধিকার পরিষদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। এজন্য আমাদের নানাভাবে হয়রানির চেষ্টা চলছে। এসবের প্রেক্ষিতে এই মামলা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়।

এসএস/জিএ/এমকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়