• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইওআরএ শীর্ষ সম্মেলন শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৭, ১১:৪৪

ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)’র নেতাদের শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় শুরু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ সম্মেলন শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট জোকোরি দো দো সম্মেলনে আগত নেতাদের স্বাগত জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১টি সদস্য রাষ্ট্রের নেতা এবং ৭ ডায়লগ পার্টনার ছাড়াও অন্যান্য অতিথিরা এতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক নেতাকে বিশেষ একটি তবলা উপহার দেয়া হয়। ছোট শিশুরা সঙ্গীত পরিবেশন করে।

সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইদোদো এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সংগঠনটির সদস্য রাষ্ট্রগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাসকার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এসোসিয়েশনের ডায়লগ পার্টনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানী ও মিসর।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh