• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অস্থির হবেন না, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩১
Commerce Minister Tipu Munshi
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে, সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এই সময় কেউ যেন অস্থির না হয়। যদি কিছুটা কমও পড়ে আগামী ১ মাসের মধ্যে সেটি তুরস্ক, মিয়ানমার থেকে চলে আসবে। সবকিছু আমাদের হাতের নাগালে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অনলাইনে সাশ্রয়ী মূল্যে টিসিবি'র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সমস্যা আছে এবং সে সমস্যা সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছানো দরকার, যারা যতটুকু প্রয়োজন ততটুকু কিনলে কোনো সমস্যা হবে না।

অনলাইনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি'র পেঁয়াজ বিক্রি কার্যক্রমের অনুষ্ঠানে জানানো হয়, অনলাইনে অর্ডার দিয়ে একজন ক্রেতা ৩৬ টাকা কেজি দরে একদিনে আপাতত সর্বোচ্চ ৩ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

অন্যদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি বিপণন সংস্থা টিসিবিও তাদের ট্রাকসেলে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পার্বত্য এলাকার অস্থিরতার পেছনে বিএনপি জড়িত থাকতে পারে’
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
আলুর দাম কমলেও পেঁয়াজের বাজার গরম
অনির্দিষ্টকালের জন্য ৫ স্কুল বন্ধ ঘোষণা
X
Fresh