• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আপিল বিভাগে জামিন শুনানি পেছালো ডেসটিনির এমডি রফিকুলের

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:০২
High Court of Bangladesh
হাইকোর্ট

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন শুনানি পিছিয়েছে। রায়ের অনুলিপি না আসায় আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নতুন দিন নির্ধারণ করেছেন আদালতের আপিল বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমদ রাজা। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে গত ২০ আগস্ট অর্থপাচারের অভিযোগে হওয়া দুই মামলায় রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতকে মামলা দু’টি ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন আদালত।

আসামির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে রফিকুল আমিন আপিল বিভাগে আবেদন জানান।

প্রসঙ্গত, ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে ২টি মামলা দায়ের হয়। এই দুই মামলায় ওই বছরেরই ১১ অক্টোবর গ্রেপ্তার করা হয় রফিকুল আমিনকে। দুদকের করা ওই দুই মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়। পরে চলতি বছরের ২১ জুলাই রফিকুল আমিনের পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

আরও পড়ুন: প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলা বিচারের জন্য প্রস্তুত

কেএফ/জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
X
Fresh