• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর (ভিডিও)

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২

রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান, দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রোববার বিচারক রায়ের এই দিন ঠিক করে দেন।

গত ২৭ আগাস্ট অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর মধ্যে মোট ১১ জনের সাক্ষ্য শুনেছে আদালত।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু যুক্তিতর্ক শুনানিতে আদালতকে বলেন, সাহেদের গাড়ি থেকে উদ্ধার করা অবৈধ অস্ত্রটি যে তার, সেটা রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মধ্য দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মো.মনিরুজ্জামান বলেছেন, ওই অস্ত্রের বিষয়ে সাহেদের কোনও নিয়ন্ত্রণ জ্ঞান ছিল না। মামলায় তার খালাস পাওয়া উচিৎ।

রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদকে খালাসের রায় স্থগিত
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের খালাস
X
Fresh