• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বনানীর আহমেদ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১২:৫০
বনানীর আহমেদ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে
আহমেদ টাওয়ার ।। ফাইল ছবি

রাজধানীর বনানী আহমেদ টাওয়ারের ১৫ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ আরটিভি নিউজকে জানান, আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে পৌঁছে ১২টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে ওই ভবনের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এই ঘটনায় উল্লেখযোগ্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ তলা ভবনের আহমেদ টাওয়ারটির ১৫ তলার আগুনের খবর পেয়ে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে দু’একজন সামান্য আঘাত পায়। অল্প সময়ের মধ্যেই বহুতল ভবনটির লোকজন নিরাপদে সড়কে নেমে আসে।

কেএফ/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
X
Fresh