• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৩

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ফরিদ (৫৫)। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়।

ওই ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে ফরিদ নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩৩ জন মারা গেছেন। এখন বাকি তিনজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

গেলো ৪ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে মোট ৩৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩৩ জনই মারা গেছেন। এক জন বাড়ি ফিরে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৩ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh