• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইউএনও ওয়াহিদার ডান পাশ প্যারালাইজড হয়ে গিয়েছিল

আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৮
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। তিনি ডান হাত ও পা নাড়াতে পারতেন না। তবে এখন সে অবস্থা বদলেছে। চিকিৎসকদের চেষ্টায় তিনি এখন শঙ্কামুক্ত।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক আরটিভি নিউজেকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ওয়াহিদার শরীরের এত দ্রুত উন্নতি ঘটছে, যা সত্যিই বিস্ময়কর। মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি তিনি ডান হাত নাড়াতে পারছেন, মাথার ওপর তুলতে পারছেন। এখন ওয়াহিদা তার ডান পা নাড়াতে পেরেছেন। এটি সত্যিই সুখবর।

ডা. বদরুল হক বলেন, ওয়াহিদার মাথার সব সেলাই কাটা হয়েছে। অস্ত্রোপচারের স্থানে কোনো সমস্যা নেই। তবে তিনি নিজে থেকে ইউরিন পাস করতে পারছেন না, ক্যাথেটার ব্যবহার করতে হচ্ছে। এজন্য তাকে আমরা কেবিনে দিতে পারছি না।

গেলো ২ সেপ্টেম্বর মধ্যরাতে ওয়াহিদা খানমের বাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে আনা হয়। এখন সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh