logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ৯ আশ্বিন ১৪২৭

১৭ ঘণ্টা পর ডিএনডি খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  আরটিভি নিউজ

|  ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৩ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৯
DND canal
ডিএনডি খাল
রাজধানীর ডেমরায় ডিএনডি খাল থেকে মানসিক প্রতিবন্ধী শিশু আকাশির (১৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বুধবার দুপুর দুইটার ডেমরার বামৈল এলাকায় চার বান্ধবী মিলে গোসল করতে নেমে শিশু আকাশি নিখোঁজ হয়।

মৃত আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তার পরিবার ডেমরার বামৈল এলাকায় ভাড়া থাকতো।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান আরটিভি নিউজকে বলেন, বুধবার দুপুর দুইটার দিকে বামৈল এলাকায় খালে গোসল করতে যায় আকাশি। এ সময় ডুবে গিয়ে নিখোঁজ হয় সে। আকাশির খেলার সাথিরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে তার বান্ধবীদের জিজ্ঞেস করলে তারা ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার থেকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন 

এসকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৩৯৫৩ ২৬২৯৫৩ ৫০৪৪
বিশ্ব ৩,১৮,২৪,৯০৮ ২,৩৪,২৭,৯১৮ ৯,৭৬,১৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়