• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তুরস্ক, মিশর থেকে পেঁয়াজ আমদানি করছে সরকার

ডেস্ক রিপোর্ট

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫
onion,
পেঁয়াজ।

দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে একাধিক দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের সিদ্ধান্তের আলোকে ইতোমধ্যে তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেয়া হয়েছে।

আগামী মাসের শুরুর দিকে আমদানি করা পেঁয়াজের চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি নিরবচ্ছিন্ন রাখতে যত দ্রুত সম্ভব পেঁয়াজ রপ্তানিতে ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা।

মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই বাংলাদেশ ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে।

এ ব্যাপারে তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে জানার পরপরই নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে।

এর আগে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে এরকমই কথা হয়েছিল বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গেল সোমবার থেকে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত।

সূত্র- ইউএনবি।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে পেঁয়াজ, রসুন ও আদার দাম বৃদ্ধি, ক্রেতা নেই সবজির 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
পেঁয়াজ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সুখবর!
বাংলাদেশকে পেঁয়াজ দিতে ভারতের নীতিগত সম্মতি
X
Fresh