• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘পেঁয়াজের ঝাঁজেই বেশি কাঁদছে মানুষ’ (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৩

সেই একবছর পরেই ধাক্কা দিলো পেঁয়াজ। সেবারও পূর্ব ঘোষণা ছাড়া ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার দেশে হাহাকার লেগেছিল। গত সোমবার যখন বাংলাদেশ বন্ধু রাষ্ট্র ভারতকে পূজার উপহার হিসেবে ১২ টন ইলিশ পাঠালো, ঠিক সেদিনই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এনিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জনমনে।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পরই দেশে একদিনেই পেঁয়াজের দাম এক তৃতীয়াংশ বেড়ে গেছে। গেল সোমবার ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হলেও তার পরদিন মঙ্গলবার বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা দরে।

মঙ্গলবার কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে রাশেদুল হক নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজের ঝাঁজেই চোখের চল পড়ছে বেশি। পেঁয়াজ এখন এক আতংকের নাম। কখন যে সবাইকে কাঁদায় তা এখন বলা মুশকিল।

মেহেদি হাসান রবিন নামে এক ক্রেতা বলেন, একদিন আগে পেঁয়াজ কিনেছি ৬০ টাকায়, সেটা কিভাবে একরাতে ১০০ টাকা হয়? রপ্তানি বন্ধ হলেই বা কি, পেঁয়াজ তো আগেই কেনা। তাহলে দাম বাড়ে কিভাবে? আর যদি বিক্রেতারা দামই বাড়ান তাহলে প্রশাসনের কাজ কি? তারা কেন আটকাছেন না?