• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কোভিড-১৯ যাত্রী পরিবহন: ৩ এয়ারলাইন্সকে সতর্ক

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৪
Coronavirus passenger transport: Warning 3 airlines
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)

কোভিড-১৯ পজিটিভ সনদ থাকার পরও যাত্রী পরিবহন করায় তিন এয়ারলাইন্সকে সতর্ক করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানা গেছে।

ফ্লাইটে কোভিড-১৯ পজিটিভ যাত্রী আনার ঘটনায় বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ বিমানবন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। এরপর ১৪ সেপ্টেম্বর বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান জরুরি বৈঠক ডেকে এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের সতর্ক করেন।

সূত্র আরো জানায়, সৌদি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাই দুবাই গত ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কমপক্ষে সাতজন করোনা পজিটিভ সনদধারী যাত্রী ঢাকায় নিয়ে আসেন। ১৬ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪১২৬ ফ্লাইটে দোহা থেকে ১ জন, ২০ আগস্ট দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৮৩ ফ্লাইটে ১ জন, ২২ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০৮ ফ্লাইটে ১ জন, ২৬ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০৬ ফ্লাইটে ১জন, ৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৫০ ফ্লাইটে ১ জন, ১৪ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০৪ ফ্লাইটে ১ জন কোভিড-১৯ পজিটিভ যাত্রী ঢাকায় আসেন।

উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং
‘হাত ট্রিগারেই আছে’, ইসরাইলকে ইরানের সতর্কবার্তা
রাজধানীসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
X
Fresh