• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

টঙ্গীতে স্টিল কারখানায় দগ্ধ পাঁচজনের মধ্যে মারা গেলেন ৩ জনই

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৯
Three out of five people burned to death at a steel factory in Tongi
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে স্টিল কারখানায় দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে মোজাম্মেল হক (২২) নামে আরও একজন মারা গেছেন। এনিয়ে ওই দুর্ঘটনায় মারা গেল তিনজন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, বুধবার সকাল পৌনে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তার মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে সোমবার রিপন চন্দ্র মোহন্ত (৩০) এবং শনিবার সকালে দুলাল শেখ (৪৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়।

দগ্ধ পাঁচজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে আইসিইউতে চিকিৎসাধীন নিলয় চন্দ্র বর্মণের (২৪) অবস্থা আশঙ্কাজনক।

গত শুক্রবার ভোরে টঙ্গীর মিলগেট এলাকার এসএস স্টিল লিমিটেড কারখানায় উত্তপ্ত তরল লোহা গলানোর সময় স্ফুলিঙ্গ ছিটকে দুলাল, রিপন, মোজাম্মেল, নিলয় ও আজহারুল নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
X
Fresh