• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৩
Regent Hospital Chairman Mohammad Shahed in the arms case
বিচারক কে এম ইমরুল কায়েশ

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার মামলার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগরের এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সাইরুল ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরী সাক্ষ্য দিয়েছেন।

এর আগে সাহেদকে কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়।

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় করা অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এর আগে ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হাসপাতাল থেকে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। এরপর ১৫ জুলাই সাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সাহেদকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ জুলাই সাহেদকে সাথে নিয়ে ডিবি উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় অভিযোগ গঠন আজ

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই মামলায় আমীর খসরুর জামিন শুনানি আজ
X
Fresh