• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে ইলিশ উপহার গেলো, পেঁয়াজ এলো না

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৯
Hilsa was gifted in India, onion did not come
ফাইল ছবি

২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ। তবে বাংলাদেশ মাঝে মধ্যেই শুভেচ্ছা উপহার হিসেবে ইলিশ পাঠায়। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার হিসেবে গতকাল সোমবারও ১২ টন ইলিশ পাঠানো হয়েছে। কিন্তু গতকালই হঠাৎ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

জানা গেছে, সোমবার সকাল থেকে ভারতীয় পেঁয়াজের রপ্তানি বন্ধ হয়ে যায়। দেশটির বিভিন্ন রাজ্যে অতিবৃষ্টি ও বন্যায় সরবরাহে ঘাটতি দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয় দেশটি। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। তবে ওই এক খবরে পেঁয়াজের দাম হঠাৎ করেই বেড়ে যায়।

ভারত রপ্তানি বন্ধের পরদিনই দেশে পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ২০-৩০ টাকা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর-২, কাজীপাড়া, কচুক্ষেত ও হাতিরপুল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।