• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রথমবারের মত পালিত হচ্ছে জাতীয় পাট দিবস

অনলাইন ডেস্ক
  ০৬ মার্চ ২০১৭, ১১:১৪

জাতীয় পাট দিবস আজ। দেশে এবারই প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় পাট দিবস-২০১৭’।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’।

সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ঢাকাসহ সারাদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোক সজ্জা করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার দেয়া বাণীতে বলেন, পাট শিল্পের সঙ্গে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত। দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে মানানসই পাট ও পাটজাত পণ্য দেশে যেমন গুরুত্বের দাবিদার, তেমনি বিশ্ব বাজারেও এটি এখন অনন্য পরিবেশ-বান্ধব পণ্য হিসেবে সমাদৃত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘দেশীয় সংস্কৃতির ঐতিহ্য ও কৃষ্টির সঙ্গে মানানসই বাংলাদেশের গর্ব সোনালি আঁশ বা পাটের বহুবিধ পণ্য বাজারে বিদ্যমান। ফলে এই পাটশিল্প বিকাশের স্বার্থে যথাসম্ভব দেশীয় সংস্কৃতি ধারণ করে এরূপ পরিবেশবান্ধব পাটজাত সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয় একীভূত করে প্রজ্ঞাপণ জারি করা হয়। পরে পাট শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ সংক্রান্ত পূর্বের সব আদেশ বাতিল করে গেলো বছরের ১০ এপ্রিল ৩৩ সদস্য বিশিষ্ট পাট বিষয়ক একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh