• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী হিসেবে প্রথমস্থানে বাংলাদেশ

আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৫
Bangladesh is the first country to send peacekeepers to the United Nations
জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা

জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশ আবারো প্রথম স্থান অর্জন করেছে। জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে শান্তিরক্ষীর সংখ্যা ৬৭৩১ জন। এদের মধ্যে ২৫৫ জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী রয়েছেন।

বর্তমানে পৃথিবীর ১১৯টি দেশ থেকে জাতিসংঘের ১৩টি শান্তিরক্ষী মিশন এবং অন্যান্য মিশনসহ মোট ২১টি মিশনে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে ৮১৮২০ জন শান্তিরক্ষী কাজ করছে। তাদের মধ্যে ৬৬৬২ জন শান্তিরক্ষী প্রেরণ করা ইথিওপিয়া দ্বিতীয়, ৬৩২২ জন শান্তিরক্ষী প্রেরণ করে রুয়ান্ডা তৃতীয় এবং ৫৬৮২ জন শান্তিরক্ষী প্রেরণ করে নেপাল চতুর্থ অবস্থানে রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির নিউজ পোর্টালে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের এই গর্বিত ভূমিকা ও অংশগ্রহণে বাংলাদেশ সেনাবাহিনীর মতো বাংলাদেশ পুলিশও গর্বিত। দেশমাতৃকার সম্মানিত নাগরিকদের আইনি, ফৌজদারী ও মানবিক সেবাপ্রদান অব্যাহত রেখে জাতিসংঘের তত্ত্বাবধানে সংঘাতময় দেশের জনগণের পাশে থেকে মানবিক সেবা প্রদান করে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞ ও আনন্দিত।

আরও পড়ুন

কেএফ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh