logo
  • ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪ আশ্বিন ১৪২৭

চলতি মাসেই সীমিতভাবে খুলছে জাদুঘরগুলো

  আরটিভি নিউজ

|  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৯ | আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০১
National Museum
জাতীয় জাদুঘর
মহামারি করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘ লকডাউনের ফলে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা দেশের সকল জাদুঘর দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। তবে দীর্ঘদিন পর সীমিতভাবে চলতি মাসেই দর্শকদের জন্য জাদুঘরগুলো খুলে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে জাদুঘরে ভ্রমণের জন্য আগে থেকেই অনলাইনে বুকিং দিতে হবে। পাশাপাশি মানতে হবে স্বাস্থ্যবিধিও। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। 

এ বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাদুঘরগুলো আপাতত খুলবে না। এটা আমরা ভার্চ্যুয়ালি চালু করে রেখেছি। আর এরমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা খুব সীমিত পরিসরে খুলবো। অনলাইনে বুকিং দিয়ে, তারপর স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। এটা এ মাসেই। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন সব জাদুঘরই স্বাস্থ্যবিধি মেনে এ মাস থেকেই খোলা শুরু হবে।

এ মাসেই জাদুঘরগুলো খোলার সিদ্ধান্ত হলেও এখনো ঠিক হয়নি দিন-তারিখ। এর আগে গত মার্চ মাস থেকে করোনা পরিস্থিতিতে দেওয়া লকডাউনে বন্ধ রয়েছে দেশের প্রায় সব জাদুঘর। করোনা পরিস্থিতিতে জাদুঘরগুলো দর্শকদের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া সম্ভব নয় বলেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তাই অনলাইন বুকিং বা টিকিট সিস্টেমের মাধ্যমে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক দর্শক জাদুঘর ভ্রমণ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন 

কেএফ/জিএ 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়