• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১ কেজির স্বর্ণের প্লেটসহ বিমানবন্দরে যাত্রী আটক

আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৫
khorshed alom,
স্বর্ণের প্লেট নিয়ে আটক খোরশেদ আলম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কেজি ওজনের স্বর্ণের প্লেট নিয়ে কাস্টমসের জালে ধরা পড়লো জেদ্দা থেকে আগত এক বিমান যাত্রী। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেদ্দা থেকে আসা ফ্লাইট নং-SV-৩০০৮ এর যাত্রী খোরশেদ আলমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে স্বর্ণের প্লেটটি জব্দ করা হয়।

কাস্টমস হাউজের সহকারী পরিচালক (এডি) সোলায়মান সাইফ হোসাইন আরটিভি নিউজকে জানান, কাস্টম হাউজের ঢাকার বি শিফট ও প্রিভেন্টিভ টিমের সহযোগিতায় আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের প্রায় ১ কেজি ওজনের গোল্ড প্লেটসহ জেদ্দা থেকে আসা যাত্রীকে আটক করা হয়।

তিনি আরও জানান, কাস্টম হাউসের কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বি শিফট কর্তৃক ও প্রিভেন্টিভ টিমের সহযোগিতায় এই অপারেশন সফল হয়। আটক ওই বিমান যাত্রীর সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ইলেকট্রিক হট প্লেটের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় গোল্ড প্লেটটি পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস হাউজ।

আরও পড়ুন

কেএফ/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
X
Fresh