• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৩
Sheikh Hasina of National Burn and Plastic Surgery Institute
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছিলেন ৩৭ জন। এর মধ্যে ৩১ জনই মারা গেছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যে পাঁচ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাদের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে।

তবে চিকিৎসকরা বলছেন, তারা শংকামুক্ত নন। হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. পার্থ বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় দগ্ধ যে ৫ জন আইসিইউতে রয়েছেন। তাদের কেউই শংকামুক্ত নন। তবে, তাদের শারীরিক অবস্থাও আগের চাইতে কিছুটা উন্নতির দিকে। কিন্তু শ্বাসনালি দগ্ধ হওয়ায় তাদের শংকামুক্ত বলা যাবে না।

তিনি আরও বলেন, সারাবিশ্বে দগ্ধদের যে চিকিৎসাসেবা দেওয়া হয়, এখানেও একই ধরনের চিকিৎসা হচ্ছে। তাদের চিকিৎসার কোন ঘাটতি হচ্ছে না। প্রধানমন্ত্রী সবসময় দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেও তিনি দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

গেলো ৪ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে অস্ত্রোপচারে বিফল ভারত, তাই করে দেখিয়েছে বাংলাদেশ 
X
Fresh