• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশে দুই দশকে ৩৮টি বাঘের মৃত্যু: বনমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৩
tiger sundarban bangladesh
ছবি- সংগৃহীত

গেল দুই দশকে দেশে ৩৮টি বাঘের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এর মধ্যে সিডরের আঘাতে একটি, দুষ্কৃতিকারীরা হত্যা করেছে ১০টি, জনতার পিটুনিতে মারা গেছে ১৪টি এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১৩টির।

বুধবার জাতীয় সংসদে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

মো. শাহাব উদ্দিন বলেন, সবশেষ ২০১৮ সালে সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে অনুষ্ঠিত বাঘশুমারিতে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আরও বলেন, ২০১৫ সালে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে ১০৬টি বাঘ পাওয়া গিয়ে ছিল।

২০২১-২০২২ সালে আরেকটি বাঘ শুমারি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দেবীগঞ্জে ৪৫ কিলোমিটার রাস্তা বেহাল

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
বাঘাইছড়িতে ফুলবিজু উৎসবের শুরু
বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
X
Fresh